রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ০৭ নভেম্বর ২০২৩ ০৭ : ৩৪
গাড়ির পিছনের চাকা ফেটে বিপত্তি। চলন্ত গাড়ি পরে যায় কাত হয়ে। ঘটনায় মৃত এক ও গুরতর আহত তিন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাওড়ার সলপ হাউওয়েতে। এক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকাল ছটার সময় পান ও সুপারি নিয়ে একটি ম্যাটাডোর গাড়ি দ্রুত গতিতে আলমপুরের দিক থেকে আসছিল। হঠাৎ গাড়িটির পিছনের চাকা ফেটে গিয়ে উল্টে যায়। ওই গাড়িতে মোট আটজন ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা যান। গুরতর আহত হয়েছেন তিনজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। সাত সকালে হাওড়ার ডোমজুড়ের সলপ হাউরোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। যানজটেরও সৃষ্টি হয় রাস্তায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।